উত্তরদিনাজপুর

ফোর লেন নিয়ে জেলা শাসকের বৈঠকের আগেই চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করলেন আতঙ্কিত ব্যবসায়ীরা

কেন্দ্রীয় সরকারের ভারতমালা সড়ক প্রকল্পের অন্তর্গত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জেও শুরু হতে চলেছে ফোর লেন জাতীয় সড়ক নির্মানের কাজ। সেই মতো ৫ই জুন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক আয়েশা রানী একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার ডাক দিয়েছেন। সভায় রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ ব্লকের বিডিও, কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সমস্ত নির্মাণ আধিকারিকদের ডাকা হলেও ডাকা হয়নি কোন এলাকার ব্যবসায়ী প্রতিনিধিদের। স্বভাবতই ব্যবসায়ী থেকে শুরু করে সাধারন মানুষ আতঙ্কের মধ্যে আছেন। তাই ৫ ই জুন জেলা শাসকের দপ্তরের বৈঠকের আগেই কালিয়াগঞ্জের ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসেন কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রধান কার্তিক পাল। এদিনের বৈঠকে পুর প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন উপ-পুরপতি বসন্ত রায়, কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি রবীন্দ্র নাথ কুন্ডু, মহেন্দ্রগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রকাশ কুন্ডু, কাউন্সিলার অমিত দেবগুপ্ত সহ ব্যবসায়ীরা। এদিনের বৈঠকে ব্যবসায়ীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। তাদের দাবি জাতীয় সড়ক হোক কিন্তু শহরের উপর দিয়ে না গিয়ে ডালখোলা, ইসলামপুর ও মালদার মতো বাইপাশ করা হোক। তারা কোন মতে শহরের উপর দিয়ে জাতীয় সড়ক যেতে দিবেন না। এমনই সিদ্ধান্ত হয় এদিনের এই বৈঠকে বলে জানা গেছে। মঙ্গলবার জেলা প্রশাসনের যে বৈঠকের আয়োজন করা হয়েছে সেখানে ব্যবসায়ীদের এই দাবী তুলে ধরবেন পুর প্রধান কার্তিক পাল। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/XZLH1XGaFZg